জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নে ফেসবুকে পোস্ট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দশটি মোটরসাইকেল ভাংচুর সহ আহত অন্তত দশজন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) মধ্যে রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ফেসবুকে পোস্ট, আধিপত্য বিস্তার, ও ঈদ উপলক্ষে হতদরিদ্রের সহায়তায় বরাদ্দ বিজিএফের দশ কেজি চাউলের কার্ড কাঙ্ক্ষিত বন্টন না পেয়ে, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা, এসময় দশটি মোটরসাইকেল ভাংচুর ও একজন মুদি দোকানি সহ দশজন আহত হয়েছে। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত সবুজ মুদি দোকানদারে স্ত্রী মাজেদা কালবেলা কে জানায়, হামলায় নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা রাসেল, ও যুবদল নেতা মাসুদ সহ তাদের একটি সঙ্গ বদ্ধ দল হামলা করে দোকান লুট সহ চারজনকে গুরুতর আহত করে।
আহতদের অভিযোগ যুবদল নেতা মাসুদ বিগত ফ্যসিস্ট সরকারের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে যোগসাজশে এলাকায় সন্ত্রাস কায়েম করে,৫ আগষ্টের পর পট বদলে বিএনপিতে সক্রিয় হয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে।
এব্যপারে বারবার যোগাযোগ করেও অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ কালবেলা কে জানান, সংঘর্ষের খবর পয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।