জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে আহত করেছে একই এলাকার কয়েকজন লোক। এ ঘটনায় আহতের পিতা মোঃ আঃ হালিম (৪৫) ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন— ১. মোঃ ওমর ফারুক (২৮), ২. মোঃ বিল্লাল হোসেন (৪২), উভয়ের পিতা মৃত আজম আলী, এবং ৩. মোঃ বিশাল (২০), পিতা মোঃ দুলাল; সকলেই জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারী ও বিবাদীরা একই এলাকায় বসবাস করে এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসা হলেও বিবাদীরা ক্ষান্ত হয়নি। সম্প্রতি তারা অভিযোগকারীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে, যা দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি-ধামকি দিতে থাকে।
ঘটনার দিন অর্থাৎ ৩১ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৩টার দিকে অভিযোগকারীর ছেলে মোঃ মোর্শেদ বাড়ি ফেরার পথে মন্নিয়া গ্রামের মোঃ মিয়ার উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছালে বিবাদীরা দা ও লাঠিশোঠা নিয়ে তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারপিট করে মোর্শেদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় তারা অভিযোগকারী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। পরে আহত মোর্শেদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আহতের পিতা মোঃ আঃ হালিম ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী বলেন, বিষয়টি তদন্ত করছে ইসলামপুর থানা পুলিশ।
