জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাস্তার কাজের জন্য পাথর ফেলা ও কেমিক্যাল পোড়ানোর ঘটনায় শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
কেমিক্যালের তীব্র দুর্গন্ধ ও মেশিনের বিকট শব্দে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সামনে ও মাঠের অংশ জুড়ে রাস্তার কাজের জন্য পাথর মজুদ করা হয়েছে। মাঠের পাশে কেমিক্যাল পুড়িয়ে পিচ তৈরি করা হচ্ছে। এতে বিদ্যালয়ের চারপাশে ধোঁয়া ও দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাসরুমে বসা কষ্টকর হয়ে পড়ছে। দুর্গন্ধে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা ও বমি ভাবের মতো সমস্যা হচ্ছে তাদের।
একজন শিক্ষার্থী বলেন, মেশিনের আওয়াজে শিক্ষকরা ক্লাস নিতে পারেন না। ধোঁয়া আর গন্ধে আমরা ঠিকমতো বসতেও পারি না।
শিক্ষার্থিরা আরোও জানিয়েছেন,
তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করেছেন, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষককে বলেছি, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ছোট ছোট বাচ্চারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আসতে চাননা এবং ভিডিও ফুটেজ ধারন করা অবস্থায় আমাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বলেন,
রাস্তার কাজ স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চলছে। আমি বিষয়টি জানিয়েছি, তবে এখনো কোনো নির্দেশনা পাইনি।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
