জামালপুরের ইসলামপুরে শুক্রবার বিকাল ৩টা সময়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সুলতান মাহমুদ বাবু,সাবেক এমপি,সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব নুরুল ইসলাম নবাব,সাধারণ সম্পাদক,ইসলামপুর উপজেলা বিএনপি
মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি,ইসলামপুর উপজেলা বিএনপি
মোঃ রেজাউল করিম ঢালী,সভাপতি, ইসলামপুর পৌর বিএনপি
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোঃ রাব্বি ফয়সাল, সাধারণ সম্পাদক,ইসলামপুর কলেজ ছাত্রদল।
সভাপতিত্ব করেন মোঃ সাদমান সাকিব রিফাত,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইসলামপুর উপজেলা ছাত্রদল,এবং সঞ্চালনায় ছিলেন মোঃ শাকিল আহাম্মেদ পাপন,সদস্য সচিব,ইসলামপুর উপজেলা ছাত্রদল।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন,গত ১৭ বছর আমরা কথা বলতে পারিনি। দমন–নিপীড়নের মধ্যেও দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
