24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

বার্তা কক্ষ
নভেম্বর ১৮, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। 

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। 

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলকে ধরতে পেছন থেকে ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। কিন্তু তাদের ধরতে পারেনি পুলিশ।

এদিকে, মিরপুর-১ ও মৌচাকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি