24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও র‍্যালি

বার্তা কক্ষ
নভেম্বর ২০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মুশারফগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ ও র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার দেলু, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন রাজা, সাধারণ সম্পাদক রতন, ছাত্রনেতা রাজু, মশিউর রহমান মিতুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী বলেন,
“আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পৌর শহরের ৯টি ওয়ার্ডের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন—এটাই আমাদের বিশ্বাস।”

গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের দোরগোড়ায় দলের বার্তা পৌঁছে দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি