আরেফিন সুমনঃ
জামালপুরের ইসলামপুর পৌরসভায়,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান সিদ্দিক পল্লব এবং সরকারি ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদ খান লোহানী (মিম) এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দলের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, “তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণার প্রতীক। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
পবিত্র দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
