24bangladeshnews.com
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

এক কলম যোদ্ধার নিঃশব্দ প্রস্থান : সহকর্মীদের হৃদয়ে শোকের ছায়া!

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আরেফিন সুমনঃ
সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার সম্পাদক,আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ও মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি  সাংবাদিক ওসমান হারুনী আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন নির্ভীক কলম যোদ্ধা,দ্বায়িত্বশীল এবং মানবিক সাংবাদিক হিসেবে তিনি সহকর্মীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।

গত রাতেও তিনি সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মুঠোফোনে কথা বলেছিলেন। অথচ আজ (বুধবার) দুপুরে তার মৃত্যুর সংবাদ সকলকে স্তব্ধ করে দেয়। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে একজন অভিজ্ঞ ও সংগ্রামী কলম সৈনিকের এমন বিদায় মেনে নেওয়া কঠিন।

২০০১ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত ওসমান হারুনী শিক্ষক পিতার আদর্শে বেড়ে উঠেছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিক পেশাকে আঁকড়ে ধরেছিলেন। তার কলম চলেছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে। লেখনীর মাধ্যমে তিনি জামালপুর জেলার সাংবাদিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক। দ্বায়িত্বশীল একজন মানুষ হিসেবে তার পরিচয় ছিল বহুমাত্রিক—তাঁর মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, সাংবাদিক সমাজকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শুধু একজন সহকর্মী নয়, হারিয়ে গেলেন একজন নির্ভীক পথপ্রদর্শক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩বছর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি