24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির দুই নেতার

বার্তা কক্ষ
নভেম্বর ২৫, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরের বিএনপি-ছাত্রদল দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পদ ফিরে পাওয়ারা হলেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জুবাইদুল ইসলাম রাজন , ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জুবাইদুল ইসলাম রাজন , ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল করিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। 

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি