24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জিল বাংলা সুগার মিলের শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বার্তা কক্ষ
নভেম্বর ২৮, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জিল বাংলা সুগার মিল লিমিটেড, দেওয়ানগঞ্জ, জামালপুরে আজ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিল প্রাঙ্গণে সকাল থেকেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আব্দুল আলীম খান, যুগ্মসচিব ও পরিচালক, ইক্ষু উন্নয়ন ও গবেষণা কেন্দ্র। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,
জিল বাংলা সুগার মিল দেশের আখচাষী ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আধুনিকায়নের মাধ্যমে এই মিল আগামী দিনে আরও উৎপাদনশীল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। সরকার আখচাষীদের স্বার্থরক্ষায় ও চিনিশিল্পকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ তারিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, জিল বাংলা সুগার মিল লিমিটেড। তিনি মিলের উন্নয়ন পরিকল্পনা ও আগামীর দিকনির্দেশনা তুলে ধরে বলেন,
আমরা প্রযুক্তি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আখচাষী থেকে শুরু করে শ্রমিক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মিল আবারও ভাল অবস্থানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধনী বক্তব্যের পর মিলের সুসম্পন্ন ভবিষ্যৎ এবং দেশের চিনিশিল্পের উন্নতি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিলের বিভিন্ন নতুন স্থাপনা ঘুরে দেখেন এবং আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও উন্নয়ন প্রত্যাশা।

জিল বাংলা সুগার মিলের এই নতুন অধ্যায় স্থানীয় জনগণ ও আখচাষীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি