24bangladeshnews.com
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

৭ই ডিসেম্বর ইসলামপুর হানাদারমুক্ত দিবস, নেই সরকারি কোন বড় কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর (জামালপুর) :
ডিসেম্বর ৭, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস। ১৯৭১ সালের এই মাসের ৭ ডিসেম্বর জামালপুরের ইসলামপুর পাকহানাদারমুক্ত হয়। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে নানা কর্মসূচি পালনের কথা থাকলেও এবছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল পর্যন্ত কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের এই দিনে হাজারো মুক্তিকামী ছাত্র–জনতা আনন্দ-উল্লাসে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার প্রয়াত শাহ মোহাম্মদ জালাল উদ্দিন স্বাধীনতার প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন। দিনটি ইসলামপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, “৭ ডিসেম্বর ইসলামপুর হানাদারমুক্ত হয়েছিল। বিগত বছরগুলোতে সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি পালন করলেও এবছর দুপুর পর্যন্ত কোনো আয়োজন চোখে পড়ছে না।”

বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, “হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। নিজেরাই কোনো কর্মসূচি নেবো— এমন সাহসও পাচ্ছি না।”

বীর মুক্তিযোদ্ধা এ কে এম জহিরউদ্দিন চৌধুরী (ফুলু) জানান, “কেন কর্মসূচি রাখা হয়নি তা পরে জানানো হবে।” নিজেদের মধ্যে মতভিন্নতার কথাও আভাস দেন তিনি।

এদিকে, উপজেলা প্রশাসনের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন দুপুর ২টা ১৪ মিনিটে হঠাৎ করেই একটি র‍্যালি বের করেন এবং গণমাধ্যম কর্মীদের এতে অংশ নিতে আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি