24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামালপুরে ট্রেন আটকিয়ে রেল ও সড়কপথে অবরোধ বিক্ষোভ

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার
(১৯ডিসেম্বর) বিকালে জামালপুর শহরের গেটপার এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে ছাত্রজনতা। এতে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে প্রায় ৫০ মিনিট ট্রেনটি আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা শহরের পাঁচ রাস্তা মোড়ে যান চলাচল বন্ধ করে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে সেখান থেকে একটি মিছিল বের করে শহরের প্রাণকেন্দ্র গেটপার এলাকায় যান। সেখানে তারা সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের সিগন্যাল পয়েন্টের আগে আটকা পড়ে। ৪ টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সরে গেলে স্বাভাবিক হয়। এতে ৫০ মিনিট ট্রেন আটকা পড়ে।’

এসময়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান জানান।

আন্দোলনরত বাংলাদেশ যুব অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম নূর বলেন, ‘ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মূল হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ব্যর্থতার প্রতিবাদে জামালপুরের ছাত্রজনতা রাস্তায় নেমেছে।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগ করতে হবে।’

এবিষয়ে, জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার আখতারুজ্জামান মুঠোফোনে জানান, ‘আন্দোলনের কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই সিগন্যাল পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিলো। ট্রেনটির বিকেল ৪টায় স্টেশনে পৌঁছানোর কথা ছিল। প্রায় ৫০ মিনিটের মতো আটকা ছিলো ট্রেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি