১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল
“রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন” এবং “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।”

বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। কিন্তু প্রধান শিক্ষক শামীম যে জঘন্য অপরাধ করেছে, তা সমাজকে কলঙ্কিত করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।

বক্তারা আরও দাবি করেন, দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে শামীমকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এলাকাবাসীরা জানান, ধর্ষণের এই ঘটনা শিশু ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

Check Also

তারকা ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিল নাইট রাইডার্স

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির নতুন আসর। তার আগেই বড় পরিবর্তন এনেছে আবুধাবি নাইট …