সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিদুর রহমান তানজিল (২৪)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে।

রোববার (২ নভেম্বর) ভোরে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার মোল্লানগর থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তানজিল সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গোপনে সরকারবিরোধী বৈঠক আয়োজন ও নাশকতা পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী সহিংস আন্দোলনের অংশ হিসেবে সাভারেও নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। ওই পরিকল্পনার বিস্তারিত তথ্য পুলিশ পেয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ওসি জুয়েল মিঞা আরও বলেন, তানজিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। নাশকতা পরিকল্পনায় কারা কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

তারকা ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিল নাইট রাইডার্স

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির নতুন আসর। তার আগেই বড় পরিবর্তন এনেছে আবুধাবি নাইট …