জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামপুর উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জালাল।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে র্যালি
মাধ্যমে ঐতিহাসিক বটতলা চত্বরে এসে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
