আরেফিন সুমনঃ
ইসলামপুর পৌর শহরের বাইপাস রোডে (পাটনীপাড়া ব্রীজ সংলগ্ন পাথরঘাটী এলাকায়) দীর্ঘদিন ধরে মেইন রোডের পাশে পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। প্রতিদিন পৌরসভার ট্রাকভর্তি বর্জ্য এসে রাস্তার পাশে ফেলার কারণে পথচারীরা চলাচল করতে অস্বস্তিতে পড়তে হতো। বিশেষ করে সকালে স্কুলগামী শিক্ষার্থী এবং চাকরিজীবীদের জন্য এ রাস্তা দিয়ে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। অতিরিক্ত দুর্গন্ধের কারণে অনেকে নাক চেপে রাস্তা পারাপার করতেন।
দীর্ঘদিন থেকে এলাকাবাসীর অভিযোগ ছিল: পথের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে সৃষ্টি হওয়া দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব এবং নোংরা পানি নেমে যাওয়ায় সৃষ্টি হচ্ছিল স্বাস্থ্য ঝুঁকি।
আশেপাশের পরিবেশ নষ্ট হওয়ায় ভোগান্তির কবলে পড়তেন অত্র এলাকাবাসী সহ পথচারীরা।
এমন দৃশ্য ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের নজরে আসায় তিনি ময়লার ভাগাড় দ্রুত অপসারণ করে সেখানে গাছ রোপন করে প্রশংসায় ভাসছেন।
