জামালপুর: জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে এবং স্থানীয় জনপ্রিয় নেতা এস এম আবদুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে ইসলামপুর থানা মোড়ে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রতিবাদকারীরা কাফনের কাপড় পরে অংশ নেন, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
আজ আজ ১৯ নভেম্বর সকাল থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় নেতা-কর্মীসহ শত শত সমর্থক অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড—যেখানে লেখা ছিল:
জনগণের প্রার্থী এস এম আবদুল হালিমকে মনোনয়ন দিতে হবে,।
অজনপ্রিয় প্রার্থীর মনোনয়ন বাতিল করো।
ইসলামপুরের উন্নয়ন চাই হালিমকে চাই।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সম্ভাব্য প্রার্থী এলাকার সাথে সম্পৃক্ত নন এবং স্থানীয় মানুষের উন্নয়ন ও সমস্যার প্রতি উদাসীন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরেই এস এম আবদুল হালিম ইসলামপুরে গণমানুষের সঙ্গে কাজ করে আসছেন এবং তার গ্রহণযোগ্যতা ব্যাপক।
বক্তারা আরও বলেন,
জনগণের মতামত উপেক্ষা করা হলে ইসলামপুরবাসী তা কখনো মেনে নেবে না। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি জনগণের প্রার্থী এস এম আবদুল হালিমকেই মনোনয়ন দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পড়ে জানান, তাদের এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ভুল প্রার্থী চাপিয়ে দেওয়া হলে ইসলামপুরবাসীর হৃদয়ের মৃত্যু ঘটবে এবং উন্নয়নের স্বপ্ন ভেঙে যাবে।
কর্মসূচি শেষে প্রতিনিধিরা মনোনয়ন বোর্ড বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করার ঘোষণা দেন।
ইসলামপুরে এই ব্যতিক্রমী আন্দোলনের পর স্থানীয় রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে। জনমনে এখন একটাই আলোচনা, এস এম আবদুল হালিম কি শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাবেন?
