24bangladeshnews.com
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামালপুর–২ আসনে বিএনপির মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত

বার্তা কক্ষ
নভেম্বর ১৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

সকালে ইসলামপুর বটতলা চত্বরে মনোনয়নবঞ্চিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের সমর্থকরা কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর সমর্থকদের আয়োজনে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শাহিন, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদজ্জামা লুলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন,
বিগত সময়ে আন্দোলন–সংগ্রামে নেতাকর্মীদের পাশে না থেকে ফ্যাসিস্ট শক্তির সঙ্গে অবস্থান করে নিজেকে নিরাপদ রেখেছিলেন জনাব এ এস এম আব্দুল হালিম। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সুবিধা নিয়ে দলের সিদ্ধান্ত অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টি করে তিনি মনোনয়নের জন্য অনশন কর্মসূচি করছেন। আন্দোলনে যিনি ধানের শীষে, তিনিই ধানের শীষের প্রকৃত দাবিদার।

বক্তারা আরও বলেন, দলের কঠিন সময়ে মাঠে থাকা নেতাকর্মীরাই দলের প্রকৃত শক্তি, তারা কখনোই বেআইনি ও দলবিরোধী কর্মকাণ্ড মেনে নেবেন না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি