24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

তারেক রহমানের জন্মদিনে ইসলামপুরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ

বার্তা কক্ষ
নভেম্বর ২০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা কাচারী সংলগ্ন,গাঁওকুড়া শাখা

এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ‘ওরা এগারো জন’ শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান (ফরহাদ)-এর পরামর্শে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খাদ্য বিতরণে অংশ নেন ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল পনির আহমেদ, স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াস মিঞা, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হৃদয় খান


অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন শরিফুল ইসলাম খান (ফরহাদ)।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য দেশব্যাপী দলের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমান শিক্ষা জীবন শুরু করেন বিএএফ শাহীন কলেজ ঢাকায়। পরে সেন্ট যোসেফ কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা শেষে বস্ত্রশিল্প ও নৌ-যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি