সাবেক তিন বারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর দ্রুত রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার পৌরসভা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি জনাব শরিফুল ইসলাম খান (ফরহাদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জিএস ইসলামপুর সরকারি কলেজ ও ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর পৌর বিএনপির হাল–সাধারণ সম্পাদক জনাব শফিউল্লাহ বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু জাহিদ (লিটন)।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পনির আহম্মেদ।
আয়োজনটি করেন ইসলামপুর উপজেলা বিএনপি ও ইসলামপুর পৌর বিএনপি।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
