24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে উপজেলা বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বার্তা কক্ষ
নভেম্বর ২৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির এক পক্ষের কর্মী হামলার অভিযোগ এবং অন্য পক্ষের অপপ্রচারসহ জনপ্রিয়তা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ, পাশাপাশি হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফরহাদ খান অভিযোগ করে বলেন,
বুধবার বিকেলে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা তার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে অন্তত চারজন আহত হয়। তিনি দাবি করেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—শফিউল্লাহ বুলবুল, আবু জাহিদ লিটন, পনির আহম্মেদ, জাকারিয়া প্রমুখ।

অপরদিকে একইদিন ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

তিনি অভিযোগ করেন—আমাদের দলের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর জনপ্রিয়তাকে খর্ব করতে একটি মহল সক্রিয় হয়েছে। গতকালের ঘটনায় আমাদের কোনো কর্মী বা সমর্থক জড়িত ছিল না।”

তিনি আরও বলেন—একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে—আমরা এর তীব্র নিন্দা জানাই।”

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, সহ–সভাপতি শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,এছাড়া বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইসলামপুরে বিএনপির রাজনীতিতে মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনা প্রকাশ্যে এসেছে।
এক পক্ষ কর্মী হামলার অভিযোগ তুলছে, অন্য পক্ষ অপপ্রচার ও জনপ্রিয়তা নষ্টের অভিযোগ করছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি