জামালপুরের ইসলামপুর উপজেলার অন্যতম প্রাচীন ও সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম-এ
আজ ১ডিসেম্বর (সোমবার) রাতে অনুষ্ঠিত হলো ৩৫তম দোয়া ও ওয়াজ মাহফিল। প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লি, উলামায়ে কেরাম, অভিভাবক ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে মুখরিত।
মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ওয়ায়েজিনগণ তাফসির, হাদিস, ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজ সংস্কারসহ বিভিন্ন বিষয়ের উপর বয়ান পেশ করেন। বক্তারা ইসলামের সঠিক শিক্ষার আলোকে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে এ মাহফিল ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজের মানুষকে দ্বীনের পথে আহ্বান করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
মাহফিলে সভাপতিত্ব করেন,মহাপরিচালক,জামিয়া উসমানিয়া,রাজশাহী, মুজাহিদ মিল্লাত পীরে কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপি দাঃবাঃ ।
বিশেষ আকর্ষন,গোল্ডেন ভয়েসখ্যাত জনপ্রিয় নাশিদ শিল্পী, মুশফিক বিন জামাল,আরজগুজার মুহতামিম অত্র মাদ্রাসার মাওলানা আবদুল খালেক সহ মাদরাসা পরিচালনা কমিটির সকল সদস্যগণ।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন,খতিবুল উম্মাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী( কুয়াকাটা), মাওলানা এহসানুল্লাহ সাহেব (ঢাকা) । অনুষ্ঠানে ২৬ জন নতুন আফেজকে পাগড়ী পরানো হয়।
অনুষ্ঠানে ইসলামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশেষ করে মাদ্রাসার উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
