জামালপুরের ইসলামপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে ইসলামপুর উপজেলা নিজ বাড়িতে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও এ্যাসাটের চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত হাসান মিঞা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজী কাইয়ুম শিশির, পরিচালক—মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ এবং ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামীম আহাম্মেদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জামালপুর জেলা কৃষকদল;
জনাব মোঃ শাহ্ জালাল সরকার, সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ও সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখা;
জনাব মোঃ হেলাল সরকার, কোষাধ্যক্ষ ইসলামপুর উপজেলা আলহাজ্ব সৌকত হাসান মিয়া উন্নয়ন কমিটি
এবং জনাব মোঃ ফয়সাল আহাম্মেদ, যুব বিষয়ক সম্পাদক উন্নয়ন কমিটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক এজিএস ঢাকা কলেজ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
