জামালপুর ও শেরপুর দুই জেলার জাপানি ও কোরিয়ান ভাষা শেখার ট্রেনিং সেন্টার ২১শে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) ইসলামপুর ধর্মকুড়া বাজারে ২১শে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের নিজস্ব অফিসে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। কর্তৃপক্ষ ফ্রি উদ্বোধনী ক্লাসটি প্রায় ৩০জন শিক্ষার্থী দিয়ে শুরু করে ইতিমধ্যে সুনাম কুড়াচ্ছেন।
২১শে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান:
ইসলামপুরে এই প্রথম জাপানিজ ও কোরিয়ান ভাষা শেখার ট্রেনিং সেন্টার পেয়ে আমরা খুশি। আজ ঢাকা থেকে একজন প্রশিক্ষক এসে প্রায় ১ঘন্টা ফ্রি ক্লাস নিয়েছেন। তিনি জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব আমাদের জানিয়েছেন। স্টুডেন্ট ভিসায় জাপানে ও কুরিয়ায় পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ নানান বিষয়ে আলোচনা করেছেন।
জানা যায়: ২১শে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটি ঢাকা থেকে খলিল স্যারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
জামালপুর ও শেরপুর দুই জেলার অফিস ইসলামপুর ধর্মকুড়া বাজারে উদ্ধোধন হয়েছে।
একুশে ল্যাংগুয়েজ ইনস্টিটিউটটি বিভিন্ন ভাষা শেখার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জাপান,কুরিয়া,ইতালি, রাশিয়া সহ ২১টি ভাষা শেখে তাদের স্বপ্নের দেশে যেতে পারবেন।
