জামালপুর সদর উপজেলা প্রাথমিক পদক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় মারিয়া জান্নাত প্রথম স্থান অদিকার করেছে।মারিয়া জান্নাত সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।তারা বাবা আমিরুল মোসলেমীন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন। প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,সদর উপজেলা সহকারি কর্মকর্তা(ভুমি)তানভীর হায়দার।অনুষ্ঠানে গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান প্রমুখ।জানাগেছে,জামালপুর সদর উপজেলার ২৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন চ্যাম্পিয়ন শিক্ষার্থীরা পদক প্রতযোগিতায় অংশ নেন।এতে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছেন।
ক্যাপশনঃ সহকারি কমিশনার (ভুমি) বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন।