সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার আওতাধীন লক্ষ্মীপুর হাজী ফুলমাহমুদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।

অদ্য ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫, বিদ্যালয় প্রাঙ্গনে এই জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাজী মোঃ সুন্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান (সাঈদ), উদ্বোধক ছিলেন ১২নং চর গোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ হায়দর আলী মোল্লা, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও ১২নং চর গোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রসূল মাহমুদ। সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর হাজী ফুলমাহামুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিয়াজ মোর্শেদ। ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ আলমগীর আলম।