24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুই শ্রেণিতে গেজেট প্রকাশ করা হয়েছে। অভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে  জুলাই যোদ্ধা  স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেটের তালিকা প্রকাশ করা হয়।

অতি গুরুতর ৪৯৩ জন আহতদের  ক  শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে  খ  শ্রেণিতে রেখে তালিকা প্রকাশ করা হয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। আহতদের ধরনভেদে  গ  শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি