আরেফিন সুমনঃ
ইসলামপুর ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১মার্চ) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায়:প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফিরোজ খান লোহানী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল,মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী, ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত হোসেন, জবাবদিহি প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল,আমার সংবাদের প্রতিনিধি রুকনুজ্জামান সবুজ,এস এম হোসেন রানা,হেলাল উদ্দিন,হোসেন শাহ ফকির ছাড়াও ইসলামপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য সুমন খন্দকার, আরেফিন সুমন সহ ফিরোজ শাহ,সৈয়দ এনামুর রকিব ও মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মরুহুম সোহরাব হোসেনের স্মৃতিচারণে বক্তব্য রাখেন,তার বড় ছেলে আসনাদ হোসেন সোহান।
পরে ইসলামপুর প্রেসক্লাবের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।