24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

বার্তা কক্ষ
আগস্ট ১৩, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গণভবন থেকে লুটপাট করে নেওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

এলাকাবাসীরা জানান, একজন লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। এরপর সেখানে গিয়ে সেনাবাহিনী জানতে পারে কেউ একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে আসে। পরে তিনি ভয়ে টাকা রেখে পালিয়ে যান।

স্থানীয়দের উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর একটি দল।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি