24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

জামালপুরে মোমবাতি জ্বালিয়ে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণ

বার্তা কক্ষ
আগস্ট ১৩, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে  মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টায় অডিটোরিয়াম মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখা এ আয়োজন করে।


এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় শিক্ষার্থী  নিবির খাঁন (লোহানী) প্রথম বাংলা  কে বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা তাদের সারাজীবন মনে রাখবো।

এর আগে সারাদিন শিক্ষার্থীরা শহরের সড়কগুলো বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি