24bangladeshnews.com
ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

এবার বিমানের শীর্ষ পর্যায়ে একাধিক পরিবর্তন

বার্তা কক্ষ
আগস্ট ১৪, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পর্যায়ের পদগুলোতে একাধিক পরিবর্তনের আদেশ জারি করা হয়েছে। জারিকৃত আদেশগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিমান বাংলাদেশের অফিস আদেশে বিমানের পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয় শাকিল মেরাজকে।

শাকিল মেরাজ বর্তমানে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে আছেন। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি উভয় দায়িত্বই পালন করবেন।

অপর এক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম-ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর, বিমানের আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এবং বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপবিভাগে বদলি করা হয়।

সবগুলো আদেশই জারি করেন বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি