Deprecated: Optional parameter $list declared before required parameter $is_script is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/class.redux_cdn.php on line 21

Deprecated: Optional parameter $register declared before required parameter $footer_or_media is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/class.redux_cdn.php on line 45

Deprecated: Optional parameter $register declared before required parameter $footer_or_media is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/class.redux_cdn.php on line 104

Deprecated: Optional parameter $expire declared before required parameter $path is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/class.redux_functions.php on line 54

Deprecated: Optional parameter $args declared before required parameter $wp_customize is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 583

Deprecated: Optional parameter $args declared before required parameter $wp_customize is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/extensions/customizer/extension_customizer.php on line 606

Deprecated: Optional parameter $type declared before required parameter $field_id is implicitly treated as a required parameter in /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/metabox/includes/rest-api/CMB2_REST.php on line 693

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/tbnbdofc/public_html/wp-content/themes/DhakaPost/Options/ReduxCore/inc/class.redux_cdn.php:21) in /home/tbnbdofc/public_html/wp-includes/feed-rss2.php on line 8
হ-ব্রেকিং – ২৪ বাংলাদেশ নিউজ https://24bangladeshnews.com সত্যের সন্ধানে পথচলা! Sun, 26 Oct 2025 08:28:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://24bangladeshnews.com/wp-content/uploads/2025/10/cropped-InShot_20251026_145532924-32x32.png হ-ব্রেকিং – ২৪ বাংলাদেশ নিউজ https://24bangladeshnews.com 32 32 জামালপুরের নবনিযুক্ত জেলা কালচারাল অফিসার তমাল বোস https://24bangladeshnews.com/news/id/1612 https://24bangladeshnews.com/news/id/1612#respond Sun, 26 Oct 2025 08:28:46 +0000 https://24bangladeshnews.com/?p=1612 জামালপুরের জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে যোগদান করেছেন তমাল বোস। গত ২১ শে অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অফিস আদেশে তিনি জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে যোগদান করেন।

জামালপুর শহরে জন্ম নেওয়া জনাব তমাল বোস শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সাথে জড়িত। তিনি একজন সুপরিচিত তবলা বাদক এবং সংগঠক। তিনি জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ, জামালপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

চাকরি জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা পর্যায়ে শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সর্বশেষ কুড়িগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন।

ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক এবং তাঁর স্ত্রী স্বনামধন্য কণ্ঠশিল্পী অজন্তা সাহা।

তিনি জামালপুর জেলায় যোগদান করায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীবৃন্দ তাঁকে অভিনন্দন জানান এবং জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা কালচারাল অফিসার তমাল বোস বলেন, আমি জামালপুরের সন্তান। এই শিল্পকলা একাডেমি জেলার সাংস্কৃতিক কর্মীদের। সাংস্কৃতিক কর্মীরাই জামালপুর জেলা শিল্পকলার প্রাণ। শিল্পকলা একাডেমির প্রতিটি কর্মসূচিতে সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর হবে প্রতিটি কর্মসূচি। সেই সাথে তিনি জেলার সকল সাংস্কৃতিক কর্মী সহ সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

 

 

]]>
https://24bangladeshnews.com/news/id/1612/feed 0
ইসলামপুরে দূর্গম চর থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত আটক https://24bangladeshnews.com/news/id/1511 https://24bangladeshnews.com/news/id/1511#respond Wed, 19 Feb 2025 16:22:15 +0000 https://banglardak.com/?p=1511 জামালপুরের ইসলামপুরের যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে আটক করা হয়। ডাকাত চাঁন মিয়া উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া চর গ্রামের মৃত বাহাজ উদ্দিনের পুত্র।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://24bangladeshnews.com/news/id/1511/feed 0
বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ! https://24bangladeshnews.com/news/id/1503 https://24bangladeshnews.com/news/id/1503#respond Tue, 18 Feb 2025 06:22:45 +0000 https://24bangladeshnews.com/news/id/1503.html   জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারে শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। 

সূত্রটি জানায়, ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে আগামীকাল বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে  তারুণ্যের উৎসব ২০২৫ -এর সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে।

মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগির নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।

নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন, তা প্রায় নিশ্চিত ছিল। তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা এখনো চলছে। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ পদে আখতার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ-আখতারই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়ার দৌড়ে।

সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

  নাগরিক কমিটির একাধিক নেতা কালবেলাকে বলেছেন , দলের একটি অংশ আখতার হোসেনকে মাইনাসের চিন্তা করলেও বেশিরভাগ মতই তার পক্ষে। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকার করা আখতারের পক্ষেই থাকছেন অধিকাংশ নেতা। তাই প্রাথমিকভাবে আখতার হোসেনকেই সদস্য সচিব করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত শনিবার থেকে সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ান নাগরিক কমিটির নেতারা। শঙ্কা দেখা দেয় ঘোষণার আগে দল ভাঙনের। বিশেষ করে সদস্য সচিব পদ নিয়ে তিন ভাগে ভাগ হয়ে যান নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে জড়িত থাকা নাগরিক কমিটির সদস্যরা আখতারকে সমর্থন করেন। অন্যদিকে, নাগরিক কমিটির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসীরুদ্দীন নতুন দলের সদস্য সচিব হোক। এ ছাড়া সাবেক শিবির কর্মীরা ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব পদে আনার চেষ্টা করছেন।

বিষয়টি নিয়ে নিজেদের ভেতরে কিছুটা জটিলতা তৈরি হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায় নেতাদের। নাগরিক কমিটির নেতারা ছাড়াও এতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদও। সদস্য সচিব পদে সমাধান না এলে আলাদা দল গঠনেরও হুমকি আসে এক পক্ষ থেকে। এমন অবস্থার মধ্যেই সর্বশেষ রোববার বৈঠকে বসেন সংগঠন দুটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। বৈঠকে আলোচনার মাধ্যমে আখতার হোসেনকে সদস্য সচিব করার ব্যাপারে প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এ ছাড়া চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে গতকাল সোমবারও নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রেখেছেন নেতারা।

তবে বিষয়টিকে দল ঘোষণার প্রক্রিয়ার বাধা হিসেবে দেখছেন না নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। কালবেলাকে তিনি বলেন, এটি শুধু ফেসবুকের আলাপ-আলোচনা হিসেবেই দেখছি আমরা। এর সঙ্গে সাংগঠনিক কোনো কাজের সম্পৃক্ততা নেই। তবে কেউ কেউ সংগঠনে থেকে অসাংগঠনিক আচরণ করেছেন। আমরা দল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। জনগণ তাদের মতামত জানাচ্ছে, আমাদের সমর্থন দিচ্ছে। যথাসময়ে আমরা দল ঘোষণা করতে পারব। ফেসবুকে প্রকাশিত দ্বন্দ্ব কোনো প্রভাব ফেলবে না।

নতুন দলের ঘোষণার স্থান হিসেবে শহীদ মিনারকেই বেছে নিয়েছেন নাগরিক কমিটির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে একদফা ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই। এরপর রাষ্ট্র বিনির্মাণে ৫ দফাও ঘোষণা করা হয় এই স্থান থেকে। ফলে নতুন দল আত্মপ্রকাশের জন্য এই স্থানকে বেছে নেওয়া হচ্ছে। যদিও বিকল্প হিসেবে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউও আলোচনায় রয়েছে।

এদিকে, জনমত জরিপে  আপনার চোখে নতুন বাংলাদেশ  কর্মসূচি হাতে নিয়েছিল নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মসূচিতে অনলাইন এবং অফলাইনে দেশের প্রায় ৩ লাখ মানুষ নিজেদের মতামত দিয়েছেন। অনলাইনের এই জরিপের পাশাপাশি সব জেলায়-উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। জরিপে সাধারণ মানুষের ইতিবাচক সাড়াও পাচ্ছেন ছাত্রনেতারা।

  জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার কালবেলাকে বলেন,  আমরা প্রায় তিন লাখ মতামত পেয়েছি। অনলাইনের পাশাপাশি দেশের সব প্রত্যন্ত অঞ্চল থেকেও মতামত পেয়েছি। কৃষক, শ্রমিক থেকে শুরু করে আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই মতামত দিচ্ছেন। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন দলের সবকিছু নির্ধারণ করার কাজ চলছে।

  আরও জানা গেছে,  তরুণ-ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যুক্ত হবে সুশীলসমাজ, ব্যবসায়ী, সরকারের সাবেক আমলাসহ অনেকে। এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন তারা। তবে কাদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে আলোচনা অব্যাহত আছে।

  রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন ,  আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয়, তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই, তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। 

]]>
https://24bangladeshnews.com/news/id/1503/feed 0
একুশে টিভির ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট https://24bangladeshnews.com/news/id/1501 https://24bangladeshnews.com/news/id/1501#respond Sat, 15 Feb 2025 15:35:12 +0000 https://24bangladeshnews.com/news/id/1501.html রাজধানীর কাওরান বাজারে একুশে টিভির ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

]]>
https://24bangladeshnews.com/news/id/1501/feed 0
এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জনের বিরুদ্ধে  মামলা https://24bangladeshnews.com/news/id/1499 https://24bangladeshnews.com/news/id/1499#respond Fri, 14 Feb 2025 08:45:17 +0000 https://24bangladeshnews.com/news/id/1499.html ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নামে মামলা করেছেন এক বিএনপি নেতা। এ মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ আরও ৯৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। ভাঙ্গার বিএনপি’র নেতা সাইদুর রহমান শিকদার মিঠু বাদী হয়ে বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালত, ফরিদপুর এ মামলাটি করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে মজিবর রহমান চৌধুরী নিক্সন (৪৮) (সাবেক সংসদ সদস্য ফরিদপুর ৪নং আসন, পিং- মৃত ইলিয়াস আহম্মেদ চৌধুরী,
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  কাজী জাফর উল্লাহ’র ব্যক্তিগত সহকারী ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা ও ছোটখারদিয়া গ্রামের বাসিন্দা মৃত মজিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম, শাহদাত হোসেন (৬০) (সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান) পিং-মৃত দবিরউদ্দিন হাওলাদার, সাং-নয়াকান্দী,৩। কাউসার ভূঁইয়া (৬০) (সদ্য সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান), পিং- অজ্ঞাত, সাং- শাহমল্লিকদী, ৪। মোঃ আল হাবিব (৫৫) (সাবেক চেয়ারম্যান), পিং- মৃত তোবার শেখ, সাং- খামিনারবাগ, ৫। আবু জাফর মুন্সী (৬৫), পিং- মৃত এরফান উদ্দিন মুন্সী, সাং- কাপুড়িরা সদরদী, ৬। ইসমাইল মুন্সী (৪০), পিং- মৃত হালিম মুন্সী, সাং- কাপুড়িরা সদরদী, ৭। ফাইজুর রহমান (৬০) (সাবেক সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), পিং- মৃত হাসেম চোকদার, সাং- পশ্চিম হাসামদিয়া, ৮। মেহেদী পারভেজ চন্দন (৪২), পিং- মৃত আতিয়ার রহমান বাকী মিয়া, সাং- সরদিয়া, ৯। সোবাহান মুন্সী (৫০) (সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), পিং- মৃত রব মুন্সী, সাং- হোগলাডাঙ্গী,

১০। মামুন, অফিসার ইনচার্জ, ভাংগা থানা, ফরিদপুর, ১১। নজরুল ইসলাম শিকারী (৫৫) পিং-মৃত রশিদ শিকারী, সাং- সোনাখোলা, ১২। হাজী মেঃ শাহ আলম (নানু) (৬০) (সভাপতি আওয়ামিলীগ ৭নং ওয়ার্ড ভাংগা পৌরসভা), পিং- মৃত ছয়জদ্দিন মিয়া, সাং- চৌধুরীকান্দা সদরদী, ১৩। শরিফুজ্জামান শরিফ (৫৫) (সাবেক সাংগঠনিক সম্পাদক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ), ১৪। লাবলু মুন্সী (৫৫), পিং-অজ্ঞাত, ১৫। জাহিদ মুন্সী (৫০), পিং- মৃত হাসেম মুন্সী, ১৬। সাদ্দাম মুন্সী (৪০), পিং- লতিফ মুন্সী (১৪-১৬নং আসামীর সর্ব সাং-হোগলা ডাঙ্গী সদরদি), ১৭। তারেক চেয়ারম্যান (৪০) (সাবেক চেয়ারম্যান, নুরুল্লাহগঞ্জ ইউনিয়ন), ১৮। আক্তারুজ্জামান মাতুব্বর (৪২) পিং- মৃত আবু বক্কর মাতুব্বর, সাং- সোনাখোলা, ১৯। সৈয়দ শাহিন আলম শাহাবুর (৫০), (সাবেক চেয়ারম্যান, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদ), ২০। মোঃ মতিউর রহমান (৬৫), সাবেক সভাপতি ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, পিং- মৃত রাজেক মাতুব্বর, সাং- গঙ্গাধরদী, ২১। শাহজাহান হাওলাদার (৫৫), (চেয়ারম্যান, আজিমনগর ইউনিয়ন পরিষদ) পিং- অজ্ঞাত, সাং-পুকুরপাড়, ২২। পরিমল (৬০) (সাবেক চেয়ারম্যান, তুজারপুর ইউনিয়ন পরিষদ), ২৩। সাহেব আলী মাতুব্বর (৪২) (সাবেক কমিশনার ভাঙ্গা ৩নং ওয়ার্ড) পিং- মৃত আবু মাতুব্বর, সাং-ভাঙ্গা কলেজ পাড়, ২৪। খোকন মিয়া (৪৫), পিং-অজ্ঞাত, সাং- (চেয়ারম্যান, হামিরদী ইউনিয়ন পরিষদ), ২৫। রোমান (৩২), যুবলীগ নেতা, ঘাজয়া ইউনিয়ন যুবলীগ, পিতা-শাজাহান মাতুব্বর, গ্রাম- রশিবপুরা, ভাঙ্গা, ফরিদপুর,

২৬। আল-আমিন মুন্সী (৪০), সাবেক সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পিতা-আব্দুস সালাম, সাং-হোগলাডাঙ্গী, ২৭। সৈয়দ মাহফুজুল হক, পিতা-সৈয়দ শাহজাদা, সাং-ছিলেধরচর, ভাংগা, ২৮। সাইফুর রহমান মিরন (৬৫) (ভারপ্রাপ্ত সভপাতি উপজেলা ভাঙ্গা আওয়ামীলীগ), ২৯। আক্তারুজ্জামান রাজা (৬০) (সাধারন সম্পাদক, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ) সাং-ভাঙ্গা টাউন, ৩০। মাওলানা ইউসুফ আলী মৃধা (৫৫) (সাধারন সম্পাদক ধর্ম বিষয় ভাঙ্গা উপজেলা ও প্রধান শিক্ষক পল্লিবেড়া দাখিল মাদ্রাসা ভাঙ্গা), ৩১। রেজাউল হাসনাত দুদু (৫৫) (চেয়ারম্যান কাউলীবেড়া পরিষদ) ইউনিয়ন, ৩২। ইয়াদ শিকদার (৪৮), পিং- মৃত চান্দা শিকদার, সাং- চৌধুরীকান্দা, ৩৩। দেলোয়ার শিকদার (৬৫), পিং- মৃত হান্নান শিকদার, সাং- কাপুড়িরা সদরদী, ৩৪। মোঃ মামুন শেখ (৪৫), পিং- মৃত ইদিস শেখ সাং-চৌধুরীকান্দা সদরদী, ৩৫। বাদশা শেখ (২৮), পিং- ইলিয়াস শেখ, ৩৬। জালাল শেখ (৩৫), পিং- সালাম শেখ, উভয় সাং- কাপুড়িয়া সদরদী, ৩৭। খোকন মুলী (৫০), পিং- মৃত সোরহাব মুন্সী, সাং- পীরের চর, ৩৮। সামচু মাষ্টার (৫০), পিং- সোনা মিয়া মুলী, সাং- রায়পাড়া সদরদী, ৩৯। চুন্নু খান, পিং- মৃত রুস্তম, সাং- চর মুখডোবা, ৪০। আবির হোসেন বিতু (৩০), পিং-লাইবুল মুন্সী, সাং- নুরপুর, ৪১। আকরাম মোল্যা (৫০), পিং- ধনি মোল্যা, সাং- মুনসুরাবাদ, সাং-মুনসুরাবাদ, ৪২। জুয়েল শেখ (৬০), পিং- মৃত আব্দুর রব শেখ, সাং- খাপুরা (৪৩) সুজন দাস (৪০), পিং- মহন দাস, সাং- মধ্য হামিরদিয়া ৪৪। সাগর মাহমুদ, পিং- মৃত মিয়ান আব্দুস সালাম, ৪৫। মনিরুজ্জামান নয়ন (৪৫), সভাপতি, ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা-মৃতু ইউসুফ খাঁ, গ্রাম-কুমারখালী, পোস্ট- শরীফাবাদ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৪৬। পিয়াল শেখ (২৮) (সভাপতি হামিরদী ইউনিয়ন ছাত্রলীগ), পিং- গুলজার শেখ, ৪৭। জিতু মুন্সী (৩৫), পিং- হাবিব মুন্সী, সাং-ভাঙ্গা টাউন, ৪৮। আজম মুন্সী (৩২), পিং- শাহা মুন্সী, সাং- চৌধুরীকান্দা সদরদী, ৪৯। রমিম মুন্সী (৩৩), পিং- কোডন মুন্সী, সাং- চৌধুরীকান্দা সদরদী, ৫০। জাহিদ কমিশনার (৩০), পিং- হাজী নান্নু, সাং- চৌধুরীকান্দা সদরদী,৫১। লিমন মুন্সী (৩০), পিং- মৃত কয়েস মুন্সী, সাং- হোগলাডাঙ্গী, ৫২। মিয়ান মোঃ আকরাম মুন্সী হোসেন (৫৫), পিং- মৃত আব্দুল মোতালেব মিয়া, সাং- চন্ডিদশদী, ৫৩। মিঠু শিকদার (৩৫), পিং- মৃত সত্তার শিকদার, সাং-চৌধুরীকান্দা সদরদী, ৫৪। খায়রুল খান (৩৫) (সাধারন সম্পাদক ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ), সাং-সিলেধর চর সদরদী, ৫৫। জহিরুল ইসলাম অভি (৩০), পিং- ভিপি শওকত, সাং- সোনাখোলা, ৫৬। আজাদ মুন্সী (২৫), পিং- মৃত কায়েস মুন্সী, সাং- হোগলাডাঙ্গী, ৫৭। নাহিদ (২৮), পিং- নান্নু ডাক্তার, সাং-চৌধুরীকান্দা সদরদী, ৫৮। বাদল মুন্সি (৪৫), পিতা মৃত্যু শাহজাহান মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক, ঘারুয়া

]]>
https://24bangladeshnews.com/news/id/1499/feed 0
নির্বাচন ডিসেম্বরেও হতে পারে : দুবাই সামিটে ড. ইউনূস https://24bangladeshnews.com/news/id/1496 https://24bangladeshnews.com/news/id/1496#respond Thu, 13 Feb 2025 14:59:09 +0000 https://24bangladeshnews.com/news/id/1496.html অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান।

বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব, সেটা হলো ঐকমত্য গঠন।

তিনি বলেন, আমরা এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা  সনদ  তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা।

তিনি বলেন, অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব। কারণ আমি সে কাজেই আনন্দ পাই।

]]>
https://24bangladeshnews.com/news/id/1496/feed 0
নিয়োগের দাবিতে আজও শাহবাগে প্রাথমিকের শিক্ষকরা https://24bangladeshnews.com/news/id/1494 https://24bangladeshnews.com/news/id/1494#respond Thu, 13 Feb 2025 09:55:28 +0000 https://24bangladeshnews.com/news/id/1494.html নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন।

এদিন সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে কফিনের কাপড় পরে অবস্থান নিতে দেখা যায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। এ সময় দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন তারা।

আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন আদালত।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

]]>
https://24bangladeshnews.com/news/id/1494/feed 0
জামালপুরে নাশকতার মামলায় বিএনপির ৩ আসামির খালাস https://24bangladeshnews.com/news/id/1492 https://24bangladeshnews.com/news/id/1492#respond Wed, 12 Feb 2025 10:59:30 +0000 https://24bangladeshnews.com/news/id/1492.html বিএনপির ৩ জন নেতাকে ভাঙচুর ও নাশকতার মামলা থেকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারী) জামালপুর  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুবকর ছিদ্দিক খালাস প্রদান করেন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ইসলামপুরে  বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুরের মামলায় চারশিটভুক্ত ৩ জন আসামিকে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস প্রদান করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামি হলেন, ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ  পাপন,  শাহজামাল মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক যুবদল ১২নং চরগোয়ালিনী ইউনিয়ন শাখা, ও নজরুল ইসলাম নজু সাবেক সাধারণ সম্পাদক  বিএনপি
১২নং চরগোয়ালিনী ইউনিয়ন শাখা।
শাহজামাল মেম্বার বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমাদেরকে মিথ্যা নাশকতার মামলায় অভিযুক্ত করেছিল। আজকে মামলায় খালাস পেয়ে ভালো লাগছে।

মামলা পরিচালনাকারী আইনজীবী শাহিদ আকরাম দিসান বলেন, দীর্ঘদিন আইনি কার্যক্রম পরিচালনা করে সাক্ষীদের সঠিকভাবে জবানবন্দির মাধ্যমে উক্ত মামলা থেকে খালাস দিতে সামর্থ্য হয়েছি। আমরা মনে করি, ন্যায় বিচার পেয়েছি।

]]>
https://24bangladeshnews.com/news/id/1492/feed 0
টঙ্গীতে আন্তর্জাতিক ৯বম বিশ্ব ইউনানী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী https://24bangladeshnews.com/news/id/1487 https://24bangladeshnews.com/news/id/1487#respond Wed, 12 Feb 2025 07:56:13 +0000 https://24bangladeshnews.com/?p=1487 বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি গাজীপুর শাখার উদ্যোগে আন্তর্জাতিক ৯বম বিশ্ব ইউনানী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভার আয়োজন করেছে। গত মঙ্গলবার সকালে টঙ্গী চেরাগআলী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে টঙ্গী কলেজ গেইট এলাকায় আলোচনার মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ড্রাগ সুপার ডাঃ তানজিনা আফরিন, সংগঠনের সভাপতি হাকীম মোঃ আবুল কাশেম আজাদ, ডাঃ আঞ্জুম ফছিউদ্দিন সরকার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল সহ সংগঠনের জেলা ও থানার নেতৃবৃন্দরা ।

বক্তৃারা এ দিবসের সরকারী বিভিন্ন ভুমিকা ইউনানী ডাক্টারদের সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রত কর্মসংস্থান সৃষ্টি ও সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানান। আমরা এই দিনে সকলেই শপথ গ্রহণ করি, সকল ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক একত্র হয়ে, সকল ভেদাভেদ ভুলে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কাজ করি এ সেক্টরকে এগিয়ে নিয়ে যাই।

]]>
https://24bangladeshnews.com/news/id/1487/feed 0
আয়নাঘর সারা বাংলাদেশজুড়ে আছে : প্রধান উপদেষ্টা https://24bangladeshnews.com/news/id/1486 https://24bangladeshnews.com/news/id/1486#respond Wed, 12 Feb 2025 07:53:52 +0000 https://24bangladeshnews.com/news/id/1486.html অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আয়নাঘর সারা বাংলাদেশজুড়ে আছে। যার সংখ্যাও নিরূপণ করা যায়নি। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এ কথা বলেন। 

জানা গেছে, ইতোমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র ্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। এখন তারা র ্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন,  এ রকম ইন্টারোগেশন সেল, টর্চার সেল সারা বাংলাদেশজুড়ে আছে; সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে, এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই। কিন্তু এখন শুনলাম, আয়নাঘরের ভার্সন সারা দেশজুড়ে আছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। 

তিনি আরও বলেন,  নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগত, আমাদেরই সমাজ। আমরা কি এটা করলাম। যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম- এটা কীভাবে হয়েছে। 

 
প্রধান উপদেষ্টা বলেন,  আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। এটা (আয়নাঘর) এর একটি নমুনা। 

এর আগে, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে  বিশেষ  স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান  আয়নাঘর  নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।

১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। গুম করে বন্দিদের যেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ৪০ জনকে। আর ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে।

]]>
https://24bangladeshnews.com/news/id/1486/feed 0