24bangladeshnews.com
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

বার্তা কক্ষ
মার্চ ১০, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ৯টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বিএনপি নেতা সালাম মৃধা ও শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। 

এ দিকে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতারা বরিশাল পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি