জামালপুরের ইসলামপুর উপজেলার ৭ নং পাথর্শী ইউনিয়নের মুখ সিমলা গ্রামের জনৈক নয়ন মিয়ার পরিত্যক্ত পুকুর থেকে একজন অজ্ঞাতনামা মহিলার (বয়স আনুমানিক ৩০-৩২ বছর) অর্ধগলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ইসলামপুর থানা পুলিশকে খবর দেয় পরবর্তীতে তারা লাশ উদ্ধার করে পুলিশ।
গত ৫ আগস্ট ২০২৫ তারিখে ইসলামপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা রুজু হয়েছে। তবে অদ্যাবধি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত করছেন ইসলামপুর থানার এসআই দেবাশিষ দত্ত।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি