মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ইসলামপুর ঐতিহাসিক বটতলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে শরিফুল ইসলাম খান ফরহাদের পরামর্শে ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।
ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক জিএস ও ইসলামপুর সরকারি কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল বলেন, পতিত স্বৈরাচারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী দোসররা সারা দেশে যে অরাজকতার পায়তারা করছে, তারই প্রতিবাদে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন—পনির আহমেদ, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ইসলামপুর উপজেলা শাখা; জাকারিয়া মণ্ডল, সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদল; পিয়াস মিঞা, সহ-সভাপতি ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদল; হৃদয় খান, দপ্তর সম্পাদক ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদল।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সবাই সতর্ক আছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
