24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আরেফিন সুমন
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনার বেড়া উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পুলিশি অভিযানে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা আমিনপুর থানায় মামলাটি করেন।

এর আগে, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল উপজেলার আমিনপুর থানার বুলন্দর চর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তাকাই প্রামাণিক (৭৫) একই গ্রামের মৃত ছবেদ প্রামাণিকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময় ধর্ষক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বর্তমানে ভিকটিম শিশুটিকে পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন ভিকটিমের বাবা। অভিযোগ গ্রহণ করে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করি। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি