ঝড়-বৃষ্টি আর ডোবা-নালার পানির দুর্ভোগ উপেক্ষা করে জনগণের দুয়ারে ছুটে চলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে জামালপুর-০২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর সভাপতি শরিফুল ইসলাম খান (ফরহাদ)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া, কাচারি ও বেপারিপাড়ামোড়সহ বিভিন্ন বাজার ও ঘাটে ব্যাপক জনসংযোগ করেন এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাঠে-ময়দানে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছেন শরিফুল ইসলাম খান (ফরহাদ)।
এ সময় তিনি বলেন,
আমি আপনাদের সবিনয় আহ্বান করছি এক মঞ্চে আসার জন্য। যাকেই দল মনোনয়ন দেবে, আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য হাতে হাত রেখে কাজ করব। ইসলামপুর আমাদের সবার। ইসলামপুরের মানুষ ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চায়। আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আপনারাও নিশ্চয়ই আসবেন।
শেষে তিনি স্লোগান দেন
“এক ইসলামপুর, এক প্রাণ; ধানের শীষের জয়গান।
বাংলাদেশ জিন্দাবাদ।”
