জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে ইসলামপুর পাইলিং ঘাটে যাওয়ার একমাত্র রাস্তায় এখন ময়লার ভান্ডার। প্রতিদিনের বর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারী পড়েছেন চরম ভোগান্তিতে।
ময়লার দুর্গন্ধে শ্বাস নেওয়া দায় অভিযোগ স্থানীয়দের।
স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ ঘেঁষে যাওয়া একমাত্র সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু সম্প্রতি সেই রাস্তাটির এক পাশে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকা নোংরা ও দুর্গন্ধে ভরে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, এই স্থানে ময়লা ফেলার কারণে আশপাশের মানুষ ও পথচারীরাও ভীষণভাবে ভুগছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই। কিন্তু এখন গন্ধে দম বন্ধ হয়ে আসে। রাস্তার পাশে এমন নোংরা পরিবেশ একেবারেই মানায় না।
অন্যদিকে পথচারীরা জানান, বৃষ্টির সময় এই ময়লা কুকুর,বেড়ালের মাধ্যমে রাস্তার উপর ছড়িয়ে পড়ে এবং চলাচল আরও কষ্টকর হয়ে ওঠে।
সচেতন নাগরিকরা দ্রুত এর কার্যকর ও পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে হাসপাতালের পাশের এই রাস্তাটি আবারও সুন্দর চলাচলযোগ্য ও দুর্গন্ধমুক্ত হয়।
