জামালপুরের ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামপুর জেজেকেএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলহাজ্ব শওকত হাসান মিঞার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়ায় তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড শাখার সভাপতি রঞ্জু শাহ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসাট গ্রুপের এমডি জাহিদ হাসান জয়।
বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, অর্থ সম্পাদক মাহফুদুর রহমান হেলাল সরকার, মেহেদী হাসান রুবেল, ফয়সাল আহম্মেদ ও আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন এবং অসহায়দের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, “কেউ যেন অনাহারে না থাকে—এজন্য আমাদের এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
এছাড়াও বক্তারা আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
