24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে মুদি দোকানে আগুন : মালামাল পুড়ে ছারখার

আরেফিন সুমন
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মাঝরাতে আরাম করে ঘুমাচ্ছিল এলাকাবাসী।
এক চিৎকারে হঠাৎ ঘুম ভাঙ্গে আশেপাশের লোকজনের! উচ্চ স্বরে কেও একজন বলছে আগুন, আগুন। এমন ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া বাজার সংলগ্ন পৌর মার্কেটে মেসার্স সুজন স্টোর নামে একটি মুদি দোকানে। বুধবার রাত আনুমানিক ২:২০মিনিটের সময় উক্ত দোকানে আগুনের তান্ডবে প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছারখারের খবর পাওয়া গেছে।

মেসার্স সুজন স্টোরের সত্বাধিকারী সুজন শেখের অভিযোগ: (আমার বাবা মরহুম সুন্দর আলী) মারা যাওয়ার পর একটি পক্ষ আমাদের সাথে শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করছে। আমরা ভালো করে ব্যবসা করতে পারছি না। ওরা আমাদের দোকানে মাঝরাতে আগুন দিয়েছে; আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে।

স্থানীয় রিক্সাচালক হেলাল ও মুখলেস জানান: মাঝরাতে আমরা রিক্সা নিয়ে ইসলামপুর রেলস্টেশনে একতার ট্রেনে যাত্রী আনতে যাওয়ার পথে সুজনের দোকানে আগুন দেখতে পায়।
‘দেখছি আগুন ভিতরে দাও দাও করে জ্বলছে’ আমরা দুজনে আগুন নিভাতে অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হয়। পরে চিৎকার করে আশেপাশের দোকান মালিক ও লোকজনকে ডেকে আনি।
তবে আমরা কাউরে দোকানে আগুন দিতে দেখেনি।

৯৯৯নাম্বারে ফোন কলে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভেয়ে পৌর মার্কেটে প্রায় দশটি দোকান ও আশেপাশের বাড়িঘর রক্ষা করেন।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার
মাজহারুল ইসলাম জানানঃ জরুরি কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। ধারণা করছি আগুনের সূত্রপাতটি ইলেকট্রিক ত্রুটিজনিক কারণে ঘটতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি