ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।
তবে অনেকে জানেন না তপশিল মানে কী, অনেকে মনে করেন তপশিল মানে শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা। তবে সাংবিধানিক দায়িত্ব হিসেবে ইসির ঘোষিত তফসিল শুধু ভোটের তারিখ জানানো নয়। এর মধ্যে নির্বাচনসংক্রান্ত নানা খুঁটিনাটি কাজ, আইনি প্রক্রিয়া ও সেসবের নির্দিষ্ট সময়সূচিও বিস্তারিতভাবে উল্লেখ থাকে।
তবে চলুন জেনে নেওয়া যাক তফসিল কী ও এতে কী কী থাকে?
সহজভাবে বলতে গেলে, তফসিল হলো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি। অর্থাৎ ভোটের তারিখ ঘোষণা ছাড়াও এটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা।
তপশিলে যা থাকে-
মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা : প্রার্থীরা কত তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন তফসিলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।
বাছাই ও আপিল : নির্দিষ্ট কত দিনের মধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই করবে এবং বাতিল হলে কোন সময়সীমার মধ্যে আবেদনকারী আপিল করতে পারবেন এই সময়সীমাও তফসিলে বিস্তারিতভাবে নির্ধারিত থাকে।
প্রচারণার সময়সীমা : কত তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কবে থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন এবং কতদিন তা চলবে তফসিলে এসব নির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সাধারণত নির্বাচনী প্রতীক ঘোষণার পরই প্রচারণা শুরু করার তারিখ নির্ধারিত হয়।
ভোট গ্রহণ ও গণনা : ভোট গ্রহণ কত তারিখে, কোন সময়ে শুরু হবে এবং কতটা পর্যন্ত চলবে এসব তথ্য বিস্তারিতভাবে তফসিলে থাকে। একই সঙ্গে ভোটগ্রহণ শেষে কোথায় এবং কীভাবে গণনা করা হবে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
এই পুরো বিষয়টির সমষ্টিকেই নির্বাচনের তফসিল বলা হয়।
সূত্র : বিবিসি
