জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী এলাকায় মো.সাঈদ আকন্দ (৩৯) নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করার পায়তারা চালাচ্ছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। গত বুধবার (২৩এপ্রিল ) রাত ৮ টায় এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন- চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চীনাডুলী গ্রামের মোঃ হাবেজ আলীর ছেলে, মোঃ রফিকুল ইসলাম (৪৮) আজিজুর রহমান (৪৫) জুবায়ের (২৮), ফিরোজ (৪০) পিতা মৃত লুৎফর রহমান, মোছাঃ রহিমা বেগম (৩৫) স্বামী সোজা মিয়া, জবেদা বেগম (৩০) পিতা মৃত হাজী ইউনুছ আলী আকন্দ।
অভিযোগে মোঃ সাঈদ হোসেন বলেন, আমরা বন্ধকি সূত্রে মালিক হওয়া চিনাডুলী মৌজার,বি,আর,এস খতিয়ান নং ১১২৫, বি আর এস ৫১২৫ নং দাগের ১০ শতাংশ নাল ধানি জমি দীর্ঘদিন ভোগদখল করে আসতেছি।
উক্ত জমির পরবর্তীতে তাদের পরিবারের মাঝে জমি সংক্রান্ত ভাগাভাগি নিয়ে গরমিল দেখা যায়। আমাদের টাকা ফেরত না দিয়ে জমি দখল নেওয়ার জন্য হামলা করে।
অভিযোকারীরা বিগত কয়েক মাস আগে ইসলামপুর থানা একটি অভিযোগ দায়ের করলে আমাদের উভয় পক্ষের কাগজপত্র দেখে থানায় আমার পক্ষে রায় ঘোষনা করলে আমি ওই বন্ধকি জমি দখলে থেকে ফসল বুনে ভোগ করে আসছি ।
আমাদের নিকট জমির বন্ধকি বাবদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ১০০শত টাকা মূল্যের তিনটা সরকারি স্ট্যাম্প এর উপর লিখিত প্রকৃত দলিল রয়েছে। এলাকার দুস্ট প্রকৃতির কিছু লোকজন নিয়ে অভিযুক্তরা আমাদের বন্ধকির জমি স্ট্যাম্পের উপর লিখিত টাকা অনুযায়ী টাকা ফেরৎ না দিয়েই অবৈধ মালিক দাবিসহ আমাদের বেদখল করার পায়তারা চালিয়ে আসিছিল।
গত ২৩ এপ্রিল দুপুরে বিবাদীরা ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বন্ধকি জমিতে এসে দখল শুরু করে বিভিন্ন ধরনেরক্ষতি সাধন করে ।
মোঃ সাঈদ আরও বলেন,গত বুধবার ২৩এপ্রিল বিকাল আনুমানিক ৩ টায় আমি আমার দুই ভাই তাদের জমি দখলে বাধা দিতে গেলে তারা খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই। তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে।
ভুত্তভোগীর মোঃ সাঈদ বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর থেকে একদিকে বাড়ি জমি দখল করার চেষ্টা অপরদিকে আমাদের পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি। অভিযুক্ত রফিকুল ও আজিজুর বলেন,আমরা কারো জমি দখলের পায়তারা করছি না,আমরা আমাদের জমিতে খুটি পুতেছি। এলাকার মৃত হাজী ইউনুছ আলীআকন্দের মেয়ে জায়েদা বলেন, আমি আমার বাবার জমি অংশের দাবিদার। আমরা এই গ্রামের সন্তান । ওই বিরোধ জমির সাথে আমাদের জমি রয়েছে।। জমি দাবি করে সাঈদ যে দলিল দেখাচ্ছে তাদের জমির জায়গার চৌহুদিতে ভুল রয়েছে।
ইসলামপুর থানার এসআই এমদাদুল বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে উদ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।