24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে মাদক ও চুরির উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বার্তা কক্ষ
অক্টোবর ২, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আরেফিন সুমনঃ
সর্বনাশা নেশার তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। এছাড়াও চোরের উপদ্রুপ বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। এই আলোকেই জামালপুরের ইসলামপুরে মদ,জুয়া ইয়াবা,গাঁজা ও চুরের উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে কাঠমা গ্রামের সবস্তরের জনগণের আয়োজনে জনতা বাজার মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বনিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে এতে নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মনির হোসেন পলাশ,বনিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহবায়ক বিল্লাল হোসাইন,প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর বক্তব্য রাখেন।

মাদক ব্যবসায়ী ও চোরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন:
ইতিমধ্য একজন চোরকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তার ভাষ্যমতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেফতার সহ যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি