24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

হ্যাকারদের কবলে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের ২২২ জন শিক্ষার্থী

বার্তা কক্ষ
মে ১৫, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

কারিগরি শিক্ষা অধিদপ্তরে উপবৃত্তি শাখার ওয়েবসাইট হ্যাক করে উপবৃত্তির টাকা বাগিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। জামালপুরে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাউন্টস হ্যাক করে সম্প্রতি ঘটনাটি ঘটিয়েছে  দুর্বৃত্ত হ্যাকাররা। 
প্রতিষ্ঠানটির ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়েছে। হ্যাকারের কবলে পড়া উপবৃত্তির টাকা দ্রুত উদ্ধার এবং শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে প্রদানের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের কোর্স কো-অডিনেটর ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম ও ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী মো.আলমগীর হোসেন জানান, প্রতিষ্ঠানের ইউজার, আইডি ও পাসওয়ার্ড হ্যাক হবার কারণে ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। ২২২ জন শিক্ষার্থীর  উপবৃত্তির টাকা ব্যাংকে জমা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট (৫৫১০১) জামালপুর ২০২০ সাল থেকে কারিগরি-শিক্ষা অধিদপ্তর অনলাইনের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের অভিভাবকের নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করে আসছে। ২০২৪ সালের জুলাই/ডিসেম্বর এর দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের উপবৃত্তির জন্য ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রজ্ঞাপন অনুযায়ী ডিটিই স্টাইপেন ওয়েবসাইটে
২২৯ জন ছাত্র/ছাত্রীর তথ্য এন্ট্রি ও আপডেট করা হয়। যার প্রমান ডিটিই স্টাইপেন ওয়েবসাইটে আছে।
২০২৫ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কিছু সংখ্যক ছাত্র/ছাত্রীর অভিভাবকের নিজ নিজ ব্যাংক একাউন্টে ইএফটি এর মাধ্যমে উপবৃত্তির টাকা প্রেরণ করা হলেও বেশি সংখ্যক ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকা ব্যাংকে জমা না হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা অধিদপ্তরে উপবৃত্তি শাখায় যোগাযোগ করা হয়। বিগত ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ স্বশরীরে অধিদপ্তরে হাজির হয়ে উপবৃত্তির টাকা না পাবার বিষয়টি লিখিতভাবে অভিযোগ করলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আশ্বস্ত করে ওয়েব সাইট চেক করে জানাবে এবং সাথে পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশ দেয়। ওই নির্দেশের প্রেক্ষিতে বিগত ৩ মে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য অধিদপ্তরে ই-মেইলের মাধ্যমে দরখাস্ত করা হয়। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর লগইন করতে না পেরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ পুনরায় ৮ মে স্বশরীরে কারিগরি শিক্ষা বোর্ডে উপস্থিত হন। তখন তাদেরকে মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটথর উপবৃত্তির ইউজার, আইডি ও পাসওয়ার্ড হ্যাকাররা হ্যাক করেছে। জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর উপবৃত্তির টাকা সরাসরি ছাত্র/ছাত্রীদের অভিভাবকের নিজ নিজ ব্যাংক একাউন্টে প্রেরণ করে। উপবৃত্তি প্রদানের সাথে কলেজ কর্তৃপক্ষের কোন হস্তক্ষেপ নাই।
হ্যাকারের কবলে পড়া উপবৃত্তির টাকা দ্রুত উদ্ধার এবং শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে প্রদানের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি