24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

পাইলিংয়ের ওপর বালুর গাড়ি লোড, পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ দাবি

বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে নদী শাসনের উদ্দেশ্যে নির্মিত বাঁধের ওপর প্রতিদিনই বালুর গাড়ি লোড-আনলোড করা হচ্ছে। সারিবদ্ধভাবে বালুর বস্তা ফেলে পাইলিংয়ের ওপর লোড চাপানো হচ্ছে নিয়মিতভাবে। এতে বাঁধটির স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনায় স্পষ্টভাবে বলা রয়েছে, নদী শাসনের জন্য নির্মিত বাঁধ বা পাইলিংয়ের ওপর কোনো ধরণের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে নিয়মিত ট্রাক ও বালুবাহী যানবাহন চলাচল করছে, যা বাঁধের গঠনগত স্থায়িত্বকে হুমকির মুখে ফেলছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বাঁধকে শক্তিশালী রাখার জন্য ঘাস লাগানোর সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে তা নদীতে ভেসে গেছে। বরাদ্দকৃত টাকার কোনো সদ্ব্যবহার হয়নি। এমনকি বাঁধে তালগাছ লাগানো নিয়েও প্রশ্ন উঠেছে—আসলে কেউ গাছ লাগিয়েছে কি না, তাও এলাকাবাসীর জানা নেই।

এলাকাবাসীর দাবি, পাইলিংয়ের ওপর লোড চলাচল বন্ধ না হলে যেকোনো সময় বাঁধ ধসে পড়তে পারে। এতে জনপদের ঘরবাড়ি, ফসলি জমি এবং জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি