জামালপুর ইসলামপুরে ৪নং সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম বাবু (১৬), পিতা আলম। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাবু তার ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির ঘাট থেকে নৌকাযোগে যমুনার শাখা নদী পেরিয়ে অপর পাড়ে থাকা তার বাবা আলমকে আনতে যাচ্ছিল। পথিমধ্যে নৌকা থেকে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
এ বিষয়ে ৪নং সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহালম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি