24bangladeshnews.com
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ইসলামপুরে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশু পেল নতুন পরিবার

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুরঃ

আল্লাহ তায়ালার অশেষ রহমতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকা থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি অবশেষে নতুন মা–বাবার স্নেহের ছায়া পেল।

গত ৮ ডিসেম্বর সকালে মোশারফগঞ্জ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়। পরে ইসলামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়।

সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আজ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার নতুন মা–বাবার হাতে তুলে দেওয়া হয়।

মানবিক এই উদ্যোগের ফলে এক নিষ্পাপ শিশুর জীবন ও ভবিষ্যৎ নতুন আশায় আলোকিত হলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিশুটি নতুন পরিবারে স্নেহ, মমতা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠবে।

এ সময় উপস্থিত সবাই শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন পরিবারটির জন্য দোয়া করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি