24bangladeshnews.com
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

বিএসএফের ঠেলে পাঠানো ১৫ জন সীমান্তে আটক

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বিজিবি । 

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাদের পাঠানো হয়।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে  তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জের বাসিন্দা। তাদের মধ্য দুজন শিশু, ৯ জন নারী ও চারজন পুরুষ আছেন। 

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুদ বলেন, ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা। তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক কালবেলাকে বলেন, পুশইনের শিকার বাংলাদেশি নাগরিকরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি