24bangladeshnews.com
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন-লুটপাট

বার্তা কক্ষ
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা নিহতের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে বলে অভিযোগ। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে হামলার ঘটনা ঘটে। 

নিহত নয়ন আলী (৩৫) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। নিহত নয়ন স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রেফার্ড করেন। 

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল জেলা হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ইসরুল ইসলাম তুষার জানান, তার দুই হাত ও দুই পায়ে গভীর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে রামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার সময়ই নয়ন মৃত্যুপথযাত্রী ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নয়ন আলীর মৃত্যুর পর রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত নয়নের বাড়িতে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত নয়নের মা বলেন,  সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্রামের সাহেব, রাজ্জাক ও সুমনসহ আরও অনেকে আমার ছেলেকে হত্যা করেছে। পরে তারা আমাদের বাড়িতে আগুন দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন,  নয়নের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি