24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

বিজয়ের মাসে ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন

বার্তা কক্ষ
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সৈয়দ এনামুর রকিব ইসলামপুর জামালপুর।।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের নির্দেশনায় বিজয়ের মাস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে ইসলামপুরের প্রাণকেন্দ্র বটতলা চত্বর হতে মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার লম্বা লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়। বাংলাদেশি রাজনৈতিক ইতিহাসে এই ব্যতিক্রমী দীর্ঘ পতাকা প্রদর্শন এলাকায় ব্যাপক সাড়া সৃষ্টি করে।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির দলীয় এই পতাকা প্রদর্শনকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক গণজাগরণ। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দীর্ঘ এই পতাকা প্রত্যক্ষ করতে বিভিন্ন যানবাহনে করে পথের দু’ধারে ভিড় করেন। অনেকে এই উদ্যোগের প্রশংসা জানিয়ে জনাব হালিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

পতাকা প্রদর্শন কর্মসূচিতে সহায়তা করেন পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়া। বিএনপি এবং এর অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি