পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন একই পরিবারের রাব্বি, মুক্তা ও মোস্তাকিম এবং অজ্ঞাত একজন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ঈশ্বরদী পাবনা মহাসড়কের ঢুলটি বহরপুর মল্লিক এগ্রো ফুডের সামনে বিকেল ৫টা ৫০ মিনিটে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। ঈদের কেনাকাটা শেষে পাবনা থেকে থেকে অটোরিকশা নিয়ে ঈশ্বরদী আসার পথে বিপরীত দিক ঈশ্বরদী থেকে ভলকা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত অবস্থায় একজন ও হাসপাতালে নেওয়ার পথে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে জানান, ঘটনাস্থল থেকে একজনের ও হাসপাতাল থেকে তিনজনের মরদেহ শনাক্ত করেছি। সম্পূর্ণ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।